ভূমিকা:
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি আমরা। স্বাধীনতা লাভের প্রায় অর্ধশতাব্দী পরেও দারিদ্র্যের কবল থেকে এ জনপদের মানুষ আজও মুক্তি পায়নি। এখনো খোলা আকাশের নীচে, বস্তিতে মানুষ অমানবিক জীবন-যাপন করছে। রাস্তায় বা বস্তিতে অবহেলায় বেড়ে ওঠা শিশুদের সংখ্যাও উদ্বেগজনক। এখনো ঢাকা শহরের ডাষ্টবিনে কুকুরের সাথে খাবারের সন্ধান করে পথশিশু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক হিসাব অনুযায়ী, শুধুমাত্র রাজধানী ঢাকা মহানগরীতেই বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ৪ হাজার বস্তিতে প্রায় ৩৫ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে। যাদের উল্লেখযোগ্য অংশ শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক চাহিদা পূরন করতে পারছে না। শিক্ষিত ও অশিক্ষিত বেকাররা সমাজ ও পরিবারের কাছে বোঝা হিসেবে চিহ্নিত হয়ে জীবনধারণের জন্য নানা অপরাধের পথে পা বাড়াচ্ছে।
এই জনগোষ্ঠীকে শিক্ষা, চিকিৎসা, কর্মমুখী প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিকল্পিত উপায়ে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। সমাজের সচেতন নাগরিক হিসেবে আমাদের এই সব অসহায় মানুষদের প্রতি রয়েছে দায়বদ্ধতা। আর এই দায়বদ্ধতা থেকেই পিপল রিএনিমেট এন্ড অ্যাডভান্সমেন্ট কাউন্সিল (প্রাক)-এর পথচলা।
ভিশন :
সুবিধাবঞ্চিত, নিপীড়িত জনগোষ্ঠীর উন্নয়ন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।
মিশন:
সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূল স্রোতে শামিল করা।
লিগ্যাল স্ট্যাটাস:
মানুষের কল্যাণে নিয়োজিত প্রাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধন লাভ করে ২০০২ সালের ২৩শে জুন। প্রাকের বর্তমান চেয়ারম্যান কর্ণেল (অব:) অধ্যাপক ডা: জেহাদ খান।
প্রাকের চলমান কর্মসূচীসমূহ:
শিক্ষা:
সুবিধাবঞ্চিত অংশকে সমাজের মূল স্রোতে নিয়ে আনার অংশ হিসেবে পথশিশুদের যথাযথ শিক্ষা প্রদান
স্বাস্থ্যসেবা:
গরীব ও অসহায় মানুষদের বিনা মূল্যে চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা ও গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সেবা প্রদান
আত্মকর্মসংস্থান:
বেকার নারী-পুরুষদের কারিগরি প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের প্রয়োজনীয় সহযোগিতা করা, পাশাপাশি দরিদ্র নারী-পুরুষদের মাঝে সেলাই-মেশিন, রিক্সা, ভ্যান প্রদান এবং বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ প্রদান করা
সামাজিক সহায়তা:
সমাজের অসামর্থ মানুষদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে উপহার এবং খাদ্য দ্রব্য দিয়ে সহযোগিতা করা
দূর্যোগকালীন সহযোগিতা:
বন্যা, অগ্নিকান্ড, ঘুর্নিঝড়, শীত ইত্যাদি সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহন করা
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন:
দেশপ্রেম ও মানবতা বোধ উজ্জীবিত করতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ সুবিধাবঞ্চিত মানুষদের সাথে উদযাপন করা
শিক্ষা কার্যক্রম:
শিক্ষা কোনো সুযোগ নয়, শিক্ষা শিশুর অধিকার - এই মূলমন্ত্রকে ধারণ করে বস্তির ছেলে-মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চায় ‘প্রাক’। ঢাকার ১৮টি বস্তিতে প্রাকের তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় উদ্যোক্তাদের ব্যবস্থাপনায় মোট ২২ টি স্কুল পরিচালিত হচ্ছে। এসব স্কুল বা পাঠশালাগুলোর বেশ কয়েকটিতে বিনামূল্যে প্রদান করা হয়েছে শিক্ষার বিভিন্ন উপকরণ - বই, খাতা, পেন্সিল-কলম, ব্যাগ, টিফিন বক্স ইত্যাদি।

মাননীয় চেয়ারম্যান কর্ণেল (অব:) অধ্যাপক ডা: জেহাদ খান প্রাক-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘স্নেহের ছায়া পাঠশালা’য় বস্তির দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন।

হাজারীবাগ বস্তির স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে প্রাকের চেয়ারম্যান মহোদয়

বই-খাতা, স্কুল ব্যাগ ও টিফিন হাতে উল্লাসিত প্রাকের ছাত্র-ছাত্রীরা
স্বাস্থ্যসেবা কার্যক্রম:
“স্বাস্থ্য-ই সকল সুখের মূল” - কথাটি বস্তির ও ভাসমান মানুষদের কাছে এক অপরিচিত শব্দ। তাই এ সকল মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌছে দেয়া ‘প্রাক’-এর অন্যতম কর্মসূচী।
‘ফ্রি হেলথ ক্যাম্প’ আয়োজন করার পাশাপাশি বস্তি এলাকার গরীব ও দুঃস্থ-অসহায় মানুষের জন্য বিনা মূল্যে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছে প্রাক। প্রায় ১৮টি বস্তিতে মাসে একদিন এমবিবিএস ডাক্তার রোগী দেখছেন এবং মেডিক্যাল এসিষ্ট্যান্ট উক্ত প্রেসক্রিপশনের ফলোআপ করছেন।

‘ফ্রি হেলথ ক্যাম্পে’ চিকিৎসা সেবা দিচ্ছেন ‘প্রাক’-এর মাননীয় চেয়ারম্যান ও একজন চিকিৎসক পাশে উপবিষ্ট আছেন ‘প্রাক’-এর সম্মানিত সেক্রেটারী জেনারেল ড. মোঃ শাহ আলম

হাজারীবাগের বউবাজার বস্তিতে রোগী দেখছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একজন ডাক্তার ও প্রাক-এর একজন মেডিক্যাল এসিস্ট্যান্ট
আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম:
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে গরীব ও অসহায় নারী ও পুরুষদের মাঝে বিতরণ করা হয়েছে সীমিত পরিসরে সেলাই মেশিন ও রিক্সা-ভ্যান। এছাড়াও প্রাক কর্তৃক বিভিন্ন সময়ে আয়োজিত হয়েছে আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণ কর্মশালা। এ সব প্রশিক্ষণ কর্মশালা শেষে বিভিন্ন ওয়ার্কশপ-ফ্যাক্টরী এবং গামর্ন্টেস্-এ কর্মের সংস্থান হয়েছে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও পুরুষের। কর্মমুখর হয়ে ওঠুক এসকল বঞ্চিত জনগোষ্ঠী, ঘুচে যাক দারিদ্র্যের অভিশাপ - এটাই প্রাক-এর কামনা।

দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করছেন ‘প্রাক’-এর মাননীয় চেয়ারম্যান, পাশে আছেন ‘প্রাক’-এর ফিন্যান্স সেক্রেটারী মোহাম্মদ তাসবীর।

বস্তির কিছু মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করছেন ‘প্রাক’-এর সেক্রেটারী জেনারেল

বস্তির কিছু অসহায় পরিবারের হাতে রিকশা তুলে দিচ্ছেন ‘প্রাক’- এর চেয়ারম্যান

মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের হাতে রিকশা তুলে দিচ্ছেন ‘প্রাক’- এর সেক্রেটারী
সামাজিক সহায়তা কার্যক্রম:
বস্তিবাসির জীবনে অধিকাংশ সময়ে উৎসব আসে না খুশী আর আনন্দের বার্তা নিয়ে, শিশু-কিশোরদের গায়ে অনেক সময় ওঠেনা নতুন কোনো পোশাক কিংবা পেটে পড়েনা পোলাও-কোর্মার মতো কোনো খাবার।
ক. ঈদ উপহার বিতরণ : সমাজের আর দশটা মানুষের মতোই স্বাভাবিকভাবে উৎসবের আনন্দের ছোঁয়া দিতে প্রাক বস্তির দরিদ্র শিশু-কিশোরদের হাতে মাঝে মাঝে তুলে দিয়েছে নতুন পোশাক ও ঈদ উপহার।
খ. খাদ্য সামগ্রী বিতরণ : সমাজের দুঃখী ও অভাবী মানুষের কাছে বিভিন্ন উৎসবে খাদ্যদ্রব্য দিতে চেষ্টা করে প্রাক।
গ. কোরবাণীর গোশ্ত বিতরণ : ২০১৬ সালে কোরবাণী ঈদে উত্তরা, দক্ষিণখান, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, শাহজাহানপুর, সবুজবাগ, মুগদা, যাত্রাবাড়ী, কদমতলী, ডেমরা, কামরাঙ্গীর চর, লালবাগ, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, রূপনগর, কাফরুল ও পল্লবী থানার বিভিন্ন বস্তিবাসীর মাঝে কোরবাণীর গোশ্ত বিতরণ করা হয়েছে।

দরিদ্র শিশু-কিশোরদের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছেন ‘প্রাক’-এর মাননীয় চেয়ারম্যান, সম্মানিত সেক্রেটারী জেনারেল ও ফিন্যান্স সেক্রেটারী। সাথে আছেন বস্তির শিক্ষক মাসুদ ও ফারুক।

ঈদের উপহার পেয়ে আনন্দে আত্মহারা শিশু-কিশোররা

দুঃস্থ ও অসহায় পরিবারসমূহের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দিচ্ছেন ‘প্রাক’- এর মাননীয় চেয়ারম্যান কর্ণেল (অব:) অধ্যাপক ডা: জেহাদ খান

কোরবাণীর গোশ্ত বিতরণ করছে প্রাক

কোরবাণীর গোশ্ত পেয়ে তাদের আনন্দ প্রকাশ করছে শিশু-কিশোররা
দূর্যোগকালীন সহায়তায় ‘প্রাক:
বন্যা, অগ্নিকান্ড, ঘুর্নিঝড়, শীত ইত্যাদি সময়ে ক্ষতিগ্রস্ত বস্তিতে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়। এরই অংশ হিসেবে ২০১৬ সালের আগস্ট মাসে প্রাকের উদ্যোগে মানিকগঞ্চের বন্যা কবলিত অঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন প্রাকের মাননীয় চেয়ারম্যান, সেক্রেটারী জেনারেল এবং ফিন্যান্স সেক্রেটারী।

বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন ‘প্রাক’-এর মাননীয় চেয়ারম্যান

ত্রাণসামগ্রী বিতরণ করছেন ‘প্রাক’-এর চেয়ারম্যান ও সেক্রেটারী জেনারেল